বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

করোনায় একজনের মৃত্যু ॥ শনাক্ত ৪৪৫ 

 

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৫৬ জন। ৪৪৫ জনের মধ্যে রাজধানীতেই ২৯১ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৮৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯০টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ১ জন নারী মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৫৯ জন এবং নারী ১০ হাজার ৬৩০ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ